價格:免費
更新日期:2018-09-16
檔案大小:2.7M
目前版本:1.0.1
版本需求:Android 4.1 以上版本
官方網站:mailto:rtsoftworld@gmail.com
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ সরকার অনুমোদিত উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০১২ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
এই অ্যাপটি হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটির Official Website প্রদর্শনী অ্যাপ। অনেক ধরনের প্রয়োজনে বরেন্দ্র ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের Website এ যেতে হয়। তার জন্য আমাদের যেতে হয় Browser এ তারপর Website এর অ্যাড্রেস টাইপ করে Website এ যেতে হয়। কিন্তু এতে আমাদের সময় নষ্ট হয় আবার অনেক সময় ইচ্ছা ও হরিয়ে যায় VU এর Website এ যাওয়ার। যার ফলে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে আমরা ভুলে যায়। যেমনঃ Teacher Assessment. প্রতি Semester এর শেষে আমাদের Teacher Assessment করতে হয়। এই কাজটা আমরা অনেকে ভুলে যায়। যার কারণ Browser থেকে Website এ যাওয়া। যদি এমন হতো যে, আমাদের কষ্ট করে ওয়েবসাইটে এ না যেয়ে মাত্র ২/৩ বার Screen এ touch করে কাজটা সেরে ফেলা যায়, তবে কেউই হয়ত Teacher Assessment করতে ভুলবে না।
আর এই জন্যই অ্যাপটি হবে অনেক সহায়ক। ওয়েবসাইটে যেয়ে আমরা যা যা করি তার প্রায় সব কিছু এই অ্যাপের মাধ্যমে করা যাবে।
Class routine download, Exam result download etc. সব কিছু এই অ্যাপের মাধ্যমে করা যাবে।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে, Varendra University অ্যাপটির মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীরা এবং আমাদের শিক্ষক এছাড়া যে কেও সবসময় Varendra University এর সাথে সহজভাবে Connected থাকতে পারব।
চেষ্টা করেছি অ্যাপটি সকল প্রকার ভুল মুক্ত করার আর অনেক সহজ করার। এরপরও কোন ভুল খুঁজে পেলে অথবা অ্যাপটির উন্নয়ন এর জন্য অ্যাপের ১ম পেজে থাকা Feedback অপশন থেকে App Developer কে Email করে সহযোগিতা করলে আপনি আমি সহ সবাই উপকৃত হতে পারব।
ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ।